Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

77খােলা বাজার২৪।। রবিবার, ৯জুলাই, ২০১৭: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় হলি আর্টিজান হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী মাহফুজ সোহেলের ৩ সহযোগীসহ ৯ জেএমবি সদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত ‘খ’ অঞ্চলের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম ৯ জন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

এ মামলায় হাফিজুর রহমান হাফিজ, জুয়েল, জামাল, আবু বক্কর, আজিজুল, আব্দুল হাকিম, ফিরোজ, নাসিম ও বাবুকে ৩ দিনের রিমান্ড এবং নাসিম ও ফিরোজকে ২ দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।

মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব জানান, আসামিরা সকলেই গত ২৮ এপ্রিল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগরে ‘অপারেশন ঈগল হান্ট’ মামলার আসামি। তাদের মধ্যে শনিবার শিবগঞ্জের পুষকিনি এলাকা থেকে হলি আর্টিজন মামলার প্রধান আসামি ও নব্য জেএমবি’র উত্তরাঞ্চলীয় কমান্ডার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ গ্রেফতারকৃত ৪ জেএমবি সদস্যের মধ্যে হাফিজুর রহমান হাফিজ, জুয়েল ও জামালকেও এ মামলার আসামি হিসেবে রিমান্ডের চাওয়া হয়।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল শিবগঞ্জের শিবনগরে অপারেশন ঈগল হান্টে জেএমবি নেতা আবুসহ ৪ জঙ্গি নিহত হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।