Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১০ জুলাই, ২০১৭:  80দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে অবাধে অবাধে বাংলাদেশে ঢুকছে ইয়াবা, গাঁজা মদসহ বিভিন্ন মাদক দ্রব্য। জীবননাশী মাদক দ্রব্যের পাশাপাশি বাংলাদেশে পাচার হয়ে আসছে জীবন রক্ষাকারী ওষুধসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। এতে প্রতিদিনই কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

বাংলাদেশে স্থলবন্দরগুলোর মধ্যে অন্যতম হিলি স্থলবন্দর। অন্যান্য বন্দরের মতো চেকপোস্ট থাকার পরও প্রতিনিয়ত হিলির পথ দিয়েই বাংলাদেশে ঢুকছে ব্ল্যাকের অসংখ্য পণ্য। শুধু মাদক নয়, এ পথ দিয়েই ভারত আনা হচ্ছে অবৈধ অস্ত্র। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে পুরো দেশ, দেশের মানুষ।

হিলির দোকানে দোকানে রাজস্ব ফাঁকি দেয়া পণ্য। রয়েছে হেরোইন-ফ্রেন্সিডিলের পাইকারী বাজার। শুধু কী তাই? ডিপার্টমেন্টাল স্টোরে ব্ল্যাকে আসা নিত্যদিনের পণ্যের পাশাপাশি পাওয়া যায় নেশা জাতীয় ‘পিনিকি’ পণ্যও।

বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানে বলা হচ্ছে, অবৈধভাবে এসব পণ্য আমদানির সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।