খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকিস্তান সীমান্তে ইরানি সীমান্তরক্ষীদের অবস্থানে আবার গুলি চালিয়েছে জঙ্গিরা। পাকিস্তানের ভূখণ্ড থেকে জঙ্গিরা হামলা চালায় তবে ইরানি সীমান্ত বাহিনীর পাল্টা জবাবে তারা পিছু হটতে বাধ্য হয়। এ সময় এক জঙ্গি নিহত ও দুজন আহত হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গতকাল (শনিবার) শেষ বেলায় এ খবর দিয়েছে। আইআরজিসি জানিয়েছে, গতকাল বিকেলের দিকে বিদেশী গুপ্তচর সংস্থার সদস্য ও আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের লোকজন পাকিস্তান সীমান্তের সারাভান এলাকায় ইরানি অবস্থানে গুলি চালায়। আইআরজিসি’র পাল্টা জবাবে এক সন্ত্রাসী নিহত ও দু জন আহত হলেও দু জন পালিয়ে পাকিস্তানের ভেতরে চলে যায়। গোলাগুলির সময় স্থানীয় দুই ইরানি শ্রমিক নিহত হয়েছে।
কিছুদিন আগেও ইরানি অবস্থানে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ইরানের কয়েকজন সীমান্তরক্ষী শহীদ হয়েছিলেন।
সূত্র : বিবিসি উর্দু