খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: দীর্ঘ প্রায় ১০ বছর পর আজ শনিবার (১৫ জুলাই) দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে মিঠুন কুমার কে সভাপতি ও আবুল কালাম আজাদ কে সাধারন সম্পাদক করে ছাত্রলীগের ৭১ সদস্যের পার্বতীপুর উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
বেলা সাড়ে ৩টায় পার্বতীপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মিঠুন কুমার। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর আমেরিকা প্রবাসী জেষ্ঠ কণ্যা, বিশিষ্ট সমাজ সেবক ফারহানা রহমান মুক্তা, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু হোসাইন বিপু, নাজমুল হক, সহ-সম্পাদক রিজভী হাসান মাহমুদ রিপন, পারভেজ হোসেন চৌধুরী পরাগ, আসাদুজ্জামান রুবেল, আবু হুমায়ুন বিপু, ইকবাল হোসেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের সদস্যদের শুধু ভাল কর্মী হলে চলবে না, ভাল ছাত্রও হতে হবে। তিনি শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে ছাত্রলীগ কর্মীদের প্রতি আহবান জানান।
এছাড়া, কাউন্সিলে মেনহাজুল হক বাবুকে সভাপতি ও আক্তারুল আলম মাহিন কে সাধারন সম্পাদক করে ছাত্রলীগের৭১ সদস্যের পৌর কমিটি এবং রিয়াসাদ সারোয়ার জয় কে সভাপতি ও সোহরাব হোসেন কে সাধারন সম্পাদক করে ৭১ সদস্যের পার্বতীপুর সরকারী কলেজ কমিটি ঘোষনা করা হয়।