খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা গত ৭০ বছরের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। রোববার প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে দেখা গেছে, মার্কিনীরা এমন ধারণা ব্যক্ত করেছেন যে, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে থমকে যাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বহীনতার সৃষ্টি করছে।
ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের ওই জরিপে ট্রাম্পের গত ছয় মাসের কার্যক্রমে জনগণের অনুমোদনের হার গত ৭০ বছরের ইতিহাসে সর্বনিম্ন বলে উল্লেখ করা হয়। গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিতর্কিত বিষয়টি ক্রমশ জোরদার হওয়ার প্রেক্ষাপটে জরিপের এই ফলাফল প্রকাশ পেলো।
জরিপে দেখা যায়, ট্রাম্পের কর্মকান্ডে অনুমোদন দেন এমন জনগণের সংখ্যা এখন মাত্র ৩৬ শতাংশ। তার ১০০ দিনের পূর্তিতে যে জনপ্রিয়তার হার ছিলো এটি তার চেয়ে ছয় শতাংশ কম।
জরিপের ফলাফলে দেখা গেছে, ৪৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগের চেয়ে বর্তমানে বৈশ্বিক পরিমন্ডলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব অপেক্ষাকৃত দুর্বল হয়েছে। এদিকে সাবেক প্রেসিডেন্ট ওবামার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা স্বাস্থ্যসেবা প্রকল্পের বিপরীতে রিপাবলিকান দল যে বিকল্প স্বাস্থ্যসেবা প্রকল্প উপস্থাপন করেছে তার প্রতি জনসমর্থন মাত্র ২৪ শতাংশে নেমেছে। অন্যদিকে ওবামার স্বাস্থ্যসেবা আইনের প্রতি এখনও সমর্থন রয়েছে ৫০ ভাগ মার্কিনীর।
ট্রাম্প অবশ্য জরিপের ফলাফলকে গুরুত্বহীনভাবে দেখানোর চেষ্টা করেছেন। রোববার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প ভুল পরিসংখ্যান দিয়ে দাবি করেন যে, “৪০ শতাংশ মানুষের সমর্থন খারাপ নয়।”
সূত্র: দ্য গার্ডিয়ান