Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20400944_269183740155258_74

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭।।
(কামরুল হাসান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ) ঠাকুরগাঁও সদর উপজেলার ১২নং সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় রাস্তার পাশের গাছ কেটে হরিলুট। সালন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য, খাদেমুল ইসলাম ও তার সঙ্গী আলাউদ্দিন বাইকে করে শশুর বাড়ি যাচ্ছিল।
যাওয়ার পথে একই ইউনিয়নের ৩নং ব্লকের রাস্তার পাশে একটি শিশু গাছ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক বাইক থামিয়ে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যকে মুঠোফোনে অবহিত করলে তিনি জানান, আমি ব্যস্ত আছি। তারই পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন ও ইউপি সদস্য খাদেমুল ইসলাম গাছটি কেটে তাদের নিজের আওতায় নেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।
কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় দামী শিশু গাছটির ভিতরে শুলঙ্গ থাকায় ঝড়ে ভেঙ্গে পড়ে বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে যায় ও ফসল নষ্ট হয়। স্থানীয় এলাকাবাসী গাছটির আংশিক ডালপালা কেটে নিজ নিজ বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে কথা হয় ৩নং ব্লকের মেম্বার বজলুর রহমানের সঙ্গে তিনি জানান, গাছ সম্পর্কিত ব্যাপারে আমি কিছু জানিনা। লোক মুখে শুনেছি ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খাদেমুল ইসলাম ও তার সঙ্গী আলাউদ্দিন তাদের নিজ ক্ষমতার বলে গাছটির মুল অংশ কেটে রাখে।
গাছ কাটা নিয়ে কথা হয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য খাদেমুল ইসলামের সঙ্গে তিনি জানান, গাছটি ঝড়ে ভেঙ্গে বৈদ্যুতিক তার ছিড়ে অন্য ফসল নষ্ট হচ্ছিল দেখে আমি ঐ ব্লকের ইউপি সদস্যর সঙ্গে কথা বলে গাছটি কেটে নিজ হেফাজতে রাখি ও আমার চেয়ারম্যান মহদয়কে পুরো ব্যাপারটি অবগত করি।
এ ব্যাপারে ১২নং সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম মুকুলের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি নিজেই কোন দিন সরকারী গাছ অন্যায় ভাবে কাটার সাহস করিনি। কিন্তু একজন ইউপি সদস্য অনুমতি ছাড়াই কিভাবে সরকারী গাছ কাটে তা আমার বোধগম্য নয়।