Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

sakib

খােলা বাজার২৪।। শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭:  ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গত শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু ভিসা জটিলতার কারণে যেতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অবশেষে বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সিপিএলে নিজের অভিষেকের অপেক্ষায় আছেন মেহেদী হাসান মিরাজ। তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স। ত্রিনবাগোর হয়ে পাঁচ ম্যাচ খেলার কথা আছে মিরাজের। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সিপিএলের পর্দা উঠবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবেন সনি ইএসপিএন।

সিপিএলে সাকিব খেলবেন জ্যামাইকা তলাওয়াসে। তিনি ১৫ আগস্ট পর্যন্ত সিপিএলে খেলার অনুমতি পেয়েছেন। এরপর দেশে ফিরেই তিনি অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্পে যোগ দিবেন।

সিপিএলে সাকিব আল হাসান নিয়মিত মুখ। জ্যামাইকা তলাওয়াসে গত আসরেও খেলেছেন। এর আগে খেলেছিলেন বার্বাডোজ ট্রাইডেন্টসে। সব মিলিয়ে সিপিএলে ২১ ম্যাচে সাকিব বল হাতে নিয়েছেন ২৩ উইকেট। সেরা বোলিং ৬ রানে ৬ উইকেট। ব্যাট হাতে রান করেছেন ১৮২।

জ্যামাইকায় এ বছর সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস ও রভম্যান পাওয়েলের মতো ক্রিকেটারকে। সিপিএলে তিন বা চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব।