Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1503827883খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের খেলায় বৃষ্টি হানা দিয়েছে। রবিবার তৃতীয় সেশনের খেলা শুরুর পরপরই বৃষ্টি শুরু হয়। বন্ধ হওয়ার আগে বাংলাদেশের স্কোর ৬৪ ওভার ৪ বলের খেলা শেষে ৬ উইকেটে ২১৮ রান।
দিনের শুরুতেই অসি পেসার প্যাট কামিন্সের বোলিং তোপে মাত্র ১০ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। এরপর ১৫৫ রানের জুটি গড়ে তোলেন তামিম ও সাকিব। এরপর অসি স্পিনারদের পালা শুরু হয়। তবে দলীয় ১৬৫ রানে ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে তামিম সাজঘরে ফিরে গেলে জুটি ভেঙ্গে যায়। ১৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ব্যক্তিগত ৭১ রান করেন তিনি। এ দিন নিজের ২৩তম অর্ধশত রান পূর্ণ করেন তামিম।
দলীয় ১৯৮ রানে অসি স্পিনার অ্যাশটন অ্যাগারের শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। ২ চারে মাত্র ১৮ রান সংগ্রহ করে বাংলাদেশের লিটল মাস্টার।
এদিকে তামিমের পর সেঞ্চুরি বঞ্চিত হন ক্রিজে থাকা সাকিব আল হাসান। শতক থেকে মাত্র ১৪ রান দূরে থাকতে তাঁকে আউট করে অসি অফস্পিনার নাথান লায়ন। তখন ৫ উইকেটে ১৯০ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। চা বিরতির পর খেলা শুরু করে নাসির ও মুশফিক। মুশফিকের বিদায়ের পর ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।
এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ৬৪.৪ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১৮ রান। ক্রিজে অপরাজিত আছেন টাইগার অধিনায়ক নাসির হোসেন (১১) ও মেহেদী হাসান মিরাজ (৬)।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৩৩ রানে একাই নিয়েছেন বাংলাদেশের ৩ উইকেট। ম্যাক্সওয়েল, অ্যাগার ও নাথান লায়ন ১ টি করে উইকেট লাভ করেছেন।