Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

d6d4ef6abb603df3275fe7d03f2ccab5-59c0dd032a645
খােলা বাজার২৪।।বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭:  গোড়ার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পুটিবুনিয়ায় প্রায় ৫০ একর জায়গায় রোহিঙ্গাদের জড়ো করে বিজিবি। এখানেই স্থাপন করা হয়েছে নতুন অস্থায়ী রোহিঙ্গা শিবির। বাঁশের খুঁটিতে পলিথিনের আচ্ছাদনে ঢাকা খুপড়ি তৈরি করে নিয়েছে রোহিঙ্গারা। সেখানে খাদ্য ও পানির সংকট তীব্র। একটু বৃষ্টি হলেই কাদাজলে সয়লাব হয়ে যায় পুরো এলাকা। এর মধ্যেই মানবেতর জীবনযাপন করছে মানুষগুলো। পুটিবুনিয়া রোহিঙ্গা শিবিরের ছবিগুলো সোমবার তোলা।