খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭: পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে তিন ইসরাইলি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিবিসি অনলাইন এ খবর জানায়।
ইসরাইল কর্তৃপক্ষ জানায়, পশ্চিম তীরে একটি ইহুদি বসতিতে ঢুকে এক ফিলিস্তিনি বন্দুকধারী গুলি চালালে তিন ইসরাইলি নিহত হন।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, এ সময় গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
গুলির ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এটা উদ্দেশ্যমূলক কোনো হামলার ঘটনা কিনা প্রাথমিকভাবে তা জানা যায়নি।