Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

india_28152খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: বলিউড সুপারস্টার সালমান খান কবে বিয়ে করবেন, সে বিষয়ে তার অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এখন পর্যন্ত সলমনের বিয়ের কোনো খবর নেই। তবে বিশেষ সূত্রে খবর, শিগগিরই সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন এই বলিউড তারকা।

ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফসহ অনেক নায়িকার সঙ্গেই সালমানের সম্পর্কের কথা জানা গিয়েছিল। কিন্তু তাদের কারো সঙ্গেই শেষপর্যন্ত আর বিয়ে হয়নি সামলানের। শেষবার শোনা গিয়েছিল, তিনি বিয়ে করতে চলেছেন লুলিয়া ভান্তুরকে। কিন্তু লুলিয়ার সঙ্গেও সালমানের বিয়ে হয়নি। সালমান একাধিকবার বলেছেন, তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তবে নিজের সন্তান চান। সেই কারণেই সারোগেসির মাধ্যমে বাবা হতে চলেছেন সালমান।

১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১১। এই রিয়্যালিটি শো নিয়ে ব্যস্ত সালমান। এছাড়া রেম ডি’সুজার পরবর্তী ছবি রেস ৩-তেও কাজ করবেন তিনি। কিছুদিন পরেই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।
শ্লীলতাহানির শিকার অভিনেত্রী

ভারতে প্রকাশ্য রাস্তায় এবার শ্লীলতাহানির শিকার ভারতীয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সোমবার রাতে তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এক যুবকের। ধাক্কার পরেই অভিনেত্রীর উপর চড়াও হয় মত্ত ওই যুবক ছাড়া আরো দুই যুবক। বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন কাঞ্চনা। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে কলকাতার বেহালা থানার পুলিশ।

কী ঘটেছিল জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান, সোমবার রাতে বেহালার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির ফেরার পথে তার গাড়ির সামনে এসে পড়ে তিন যুবক। তাদের মধ্যে একজনের ধাক্কা লাগায় তারা অভিনেত্রীর গাড়ি ঘিরে ধরে। এরপর অভিনেত্রীকে কান ধরে উঠাবসা করতে বলে ঐ তিন যুবক। মত্ত অবস্থায় তারা চড়াও হয় অভিনেত্রীর উপর।

চড় মারার পাশাপাশি অভিনেত্রীকে হুমকি দেয়া হয়, যেকোনো থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও কিছুই করতে পারবেন না কাঞ্চনা। চিৎকার করে সাহায্য চাইলেও পথচলতি কারো সাহায্য পাননি তিনি। কলকাতার এহেন অমানবিক মুখ দেখে কার্যত হতাশ অভিনেত্রী। কিন্তু সঠিক সময়ে সেখানে উপস্থিত হয় কলকাতা পুলিশের একটি ভ্যান। পুলিশের কাছে সমস্ত ঘটনা খুলে বলায় ঘটনাস্থল থেকেই পুলিশ দুজনকে গ্রেফতার করে।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে শ্লীলতাহানির খবর। এবার কলকাতার জনবহুল প্রকাশ্যে রাস্তাতে শ্লীলতাহানির শিকার হতে হলো জনপ্রিয় অভিনেত্রীকে। পেশাগত কারণে প্রায়দিনই রাতে শুটিং সেরে ওই রাস্তা দিয়েই তাকে বাড়ি ফিরতে হয়, তাই কিছুটা আতঙ্কিত হলেও দমে যাওয়ার পাত্রী তিনি নন। কারণ, কাঞ্চনা মনে করেন ভয় পেয়ে পিছিয়ে গেলে কলকাতার কোনো রাস্তা দিয়েই আর চলাচল করা যাবে না।