Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
d71579402b175ec29f757636a7d36498-58bfaa0904c32খােলা বাজার২৪।।শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭: পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থেকেও দ্বিশতক বঞ্চিত হলেন প্রোটিয়া উদ্বোধনী ।
ইনিংসের ১৩০ তম ওভারে বল করতে আসেন কাটার মাস্টার মুস্তাফিজ। ১৯৯ রানে তখন স্ট্রাইকিং প্রান্তে আছেন এলগার। মুস্তাফিজের প্রথম বল বাউন্সার। কোন শট খেলেননি এলগার। দ্বিতীয় বলটিও লাফিয়ে উঠেছিল। পুল করতে গিয়ে মিস টাইমিং করেন এলগার। বল উঠে যায় শুন্যে । মিড উইকেটে সহজ ক্যাচটি লুফে নেন মোমিনুল হক। দর্শকদের হাত তালির সঙ্গে সঙ্গে সাজঘরের দিকে হাটা ধরেন হতাশ এলগার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৩০.২ ওভারে ৩ উইকেটে ৪৪৫ রান। ক্রিজে অপরাজিত আছেন টেম্বা বাভুমা (৭) ও ফাফ ডু প্লেসিস (০)
এর আগে টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই শফিউলের বলে পয়েন্টে মিরাজের হাতে ক্যাচ হয়ে বিদায় নিয়েছেন হাশিম আমলা। ভেঙ্গে যায় ২১৫ রানের জুটি। আউট হওয়ার আগে আমলা ১৩৭ রান সংগ্রহ করেন।
৬৮ রানে দিন শুরু করেছিলেন আমলা। ১১ চার ও ১ ছক্কায় ১৪৩ বলে তুলেল নেন সেঞ্চুরি। আর ১২৮ রানে শুক্রবার শুরু করে ডিন এলগার দেড় শতক পূর্ণ করে ডাবল সেঞ্চুরির পথে হাঁটছেন।এলগার ১৭২ রানে অপরাজিত আছেন। ১১৮ ওভার শেষে প্রোটিয়াদের সংগ্রহ এখন ২ উইকেট হারিয়ে ৪১১। আমলার বিদায়ে উইকেটে এসেছেন টেম্বা বাভুমা।
এর আগে বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনটা হতাশা দিয়েই কেটেছে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে দক্ষিণ আফ্রিকা। ‍ডিন এলগার ও অভিষিক্ত এইডেন মারক্রামের ব্যাটিং দৃঢ়তায় শক্ত ভিত্তি পেয়েছে প্রোটিয়ারা। দুজনে মিলে ১৯৬ রানের বিশাল উদ্বোধনী জুটি গড়েন।
অভিষেকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মারক্রাম (৯৭) এ সময় রান আউট হলে প্রোটিয়াদের প্রথম উইকেটের পতন ঘটে। তবে নবম টেস্ট শতক তুলে নিয়েছে প্রোটিয়া উদ্বোধনী ব্যাটসম্যান এলগার। অপরপ্রান্তে আমলাও দাঁড়িয়ে যান খুটির মতো। দিনশেষে ১০২ রান তোলে অবিচ্ছিন্ন ছিলেন আমলা-এলগার জুটি।