Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

rohingya_hinduখােলা বাজার২৪।।শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭: রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে গত সপ্তাহে হিন্দু রোহিঙ্গাদের গণকবর খুঁজে পাওয়ার কথা জানায় মিয়ানমার সেনাবাহিনী। ওই গণকবরে ৪৫ রোহিঙ্গা হিন্দুর মরদেহ ছিল।

পরিচয় শনাক্তের পর স্বজনদের আহাজারি এখনো থামেনি। এ ঘটনায় মিয়ানমার সরকারের কাছে বিচার চেয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দফতর থেকে প্রকাশিত বিবৃতির মাধ্যমে  জানতে পেরেছি, গণকবরের সব লাশ হিন্দু সম্প্রদায়ের লোকদের। এই অপরাধের সঙ্গে জড়িতদের সরকার বিচারের আওতায় আনতে পারবে বলে আমরা আশা করছি। সংশ্লিষ্টদের পরিবারকে নিরাপত্তাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে হবে সরকারকে।