খােলা বাজার২৪।।শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭: অনলাইন রিপোর্টার ॥ পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির সময় বাংলাদেশের রান ৪ উইকেটে ২১৮ রান করেছে। এখনও ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৭৯ রান।

এর আগে তৃতীয় দিনের খেলা শুরু হলে বেশিদূর যেতে পারেননি তামিম ইকবাল। দলীয় ১৫৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। ব্যক্তিগত ৪১ রান করে এর আগে শনিবার তামিম ইকবাল ও মোমিনুল হক বাংলাদেশের প্রথম ইনিংসে ফের ব্যাটিং শুরু করেন। দলীয় স্কোরে ৩১ রান যোগ করার পর আউট হয়ে যান তামিম।
এর আগে গতকাল দিনশেষে ৩ উইকেটে ১২৭ রান করেছিল বাংলাদেশ। আজ সেখান থেকেই বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এখনো টাইগারদের তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে।
এর আগে দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। ডিন এলগার ১৯৯ ও হাশিম আমলা ১৩৭ রান করেন।