Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12রবিবার, ১ অক্টোবর ২০১৭: জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে ১৪ ফুট দীর্ঘ গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সীমান্তের পাকিস্তান অংশ থেকে সুড়ঙ্গটি খুঁড়ে ভারতীয় অংশের দিকে আনা হয়েছে। বিএসএফের দাবি, বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অংশ এটি। এ সুড়ঙ্গ দিয়ে পাকিস্তান থেকে সন্ত্রাসীরা ভারতে ঢোকার পরিকল্পনা করেছিল।

জম্মু ও কাশ্মীরের আরনিয়া সেক্টরে শনিবার এ সুড়ঙ্গ দেখতে পায় বিএসএফ। এর একদিন আগে বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের কমান্ডাররা ওই সেক্টরে বৈঠক করেন। অবশ্য বৈঠকের আগের দিন রাতে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী (পাকিস্তান রেঞ্জার্স) সীমান্তে রাতভর গোলা নিক্ষেপ করে।

গত সাত মাসে আন্তর্জাতিক সীমান্তে এটি দ্বিতীয় গোপন সুড়ঙ্গের সন্ধান। এর আগে রামগড় সেক্টরের সাম্ভা এলাকায় একটি সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল।

বিএসএফ জানিয়েছে, সীমান্তবেড়ার নিচে দিয়ে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একসঙ্গে বেশ কয়েকজন সন্ত্রাসী ভারতে প্রবেশ করতে পারে।