খােলা বাজার২৪।। বুধবার, ১১ অক্টোবর, ২০১৭: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পুলিশের বাধায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে না পারলেও দলীয় কার্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে।
বিএনপি নেতা মীর হালিমুজ্জান ননীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সোহরাব উদ্দিন, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন সবুজ, হান্নান মিয়া হান্নু, জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মোল্লা, প্রভাষক বশির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবির রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।