Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18খােলা বাজার২৪।।বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭: দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি।

তবে এই ম্যাচে দলে নেই তামিম ইকবাল। ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী হয়েছেন ইমরুল কায়েস। এছাড়া, জেপি ডুমিনির নেতৃত্বে খেলছেন এবিডি ভিলিয়ার্স, আইডেন মার্কারাম, অ্যারন ফ্যাঙ্গিসো, হেনড্রিকস, কেশব মহারাজরা।

অন্যদিকে, বাংলাদেশের স্কোয়াডে সৌম্য-ইমরুল ছাড়াও রয়েছেন মাশরাফি, মাহমুদুল্লাহ, সাব্বির, মুশফিক, নাসির, সাকিব, মোস্তাফিজ, লিটন, সাইফুদ্দিন আর রুবেল হোসেন।

প্রসঙ্গত, প্রস্তুতি ম্যাচ বলে এগারো জন ব্যাটিং করার সুযোগ পাবেন। ঠিক এগারো জনই ফিল্ডিংয়ের সুযোগ পাবেন। তবে, স্কোয়াডে থাকা যেকোনো ক্রিকেটারকে খেলাতে পারবে দুই দল।

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ অক্টোবর থেকে। তার আগে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে সীমিত ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ।