খােলা বাজার২৪।শনিবার, ২১ শে অক্টোবর ২০১৭: জাতিসংঘের তত্ত্বাবধানে সাবেক মহাসচিব কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন এবং বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মান ও নাগরিক অধিকারসহ তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই এ সংকটের একমাত্র সমাধান বলে মত প্রকাশ করেছেন ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া- চীনের ভেটো ক্ষমতার কারণে রোহিঙ্গা জনগণের উপর গণহত্যা ও বর্বরতা বন্ধে মিয়ানমারকে বাধ্য করা সম্ভব নাও হতে পারে। সেকারণে বিষয়টিকে সাধারণ পরিষদে উত্থাপন করে আলোচনার পর সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সমর্থন অর্জনের জন্য সরকারকে (বাংলাদেশ) উদ্যোগ গ্রহণ করতে হবে’।
শনিবার সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত “রোহিঙ্গা সঙ্কট : বন্ধু রাষ্ট্রের ভূমিকা ও প্রত্যাশা” শীর্ষক জাতীয় পরামর্শ বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোহিঙ্গা জনগোষ্ঠির উপর মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণকে ও বর্বরতাকে ‘জাতিগত নিধন’ হিসাবে অভিহিত করে গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘সহিংসতা, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, হত্যা, ধর্ষনসহ মানবাধিকার লঙ্ঘনের এমন কোন কর্ম নেই যা রোহিঙ্গাদের উপর চালানো হয়নি’।
তিনি বলেন, রোহিঙ্গা বিষয়টি এখন আর বাংলাদেশ- মিয়ানমারের দ্বিপাক্ষিক বিষয় নয়। এটি একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে। সেকারনে বিশ্বের বিভিন্ন দেশে মিশন পাঠিয়ে ওইসব দেশের সরকারসমূহকে রোহিঙ্গাদের উপর গণহত্যা ও বর্বরতা বন্ধে মিয়ানমারকে বাধ্য করতে উদ্যোগ নিতে হবে।
তিনি নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠির পাশে দাঁড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক উন্মাদনাকে রুখে দাঁড়ানোর আহবান জানান।
রোহিঙ্গা সমস্যা নিয়ে দলীয় কাদা ছোড়াছুড়ি না করা বা এটিকে সুবিধা গ্রহণের বিষয় হিসাবে না নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এটা মিয়ানমারের সমস্যা এবং তাদেরকেই এই সমস্যার সমাধান করতে হবে।
সভায় আরো আলোচনায় অংশগ্রহন করেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর দক্ষিন সহ-সভাপতি ইউনুস মৃধা, মো. ফরিদউদ্দিন, গণসংস্কৃতি দলের সভাপতি এস.আল. মামুন, জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, ঘুড়ে দাড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী, সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসেন রনি, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি রাসেল খান, উত্তরের সভাপতি মোস্তফা গাজী দুদু প্রমুখ।