Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২২ অক্টোবর ২০১৭:  র কৃষি শ্রমিকদের কাজ ও পূর্ণবাসনের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ক্ষেতমজুর ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে উপজেলার ৫শতাধিক কৃষি শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভকারীরা কাজ ও পূর্ণবাসনের দাবীতে ইউএনও-র মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারক লিপি দেয়।

স্মারক লিপিতে উল্লেখ করা হয় এ সময় এলাকায় কোন কাজ নেই। এছাড়া চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম নাগালের বাইরে। পরিবার পরিজন নিয়ে নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে তারা।