খােলা বাজার২৪। শনিবার, ২৮অক্টোবর ২০১৭: জঙ্গি হামলার শিকার হওয়া শ্রীলংকা দলের হাত ধরেই রবিবার আবারো পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলংকা দল বহনকারী বাসে হামলার পর থেকেই পাকিস্তানে নিষিদ্ধ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। অবশ্য গত মাসে একই ভেন্যুতে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজও আয়োজন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।
দুই দলের মধ্যকার চলমান টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি দিয়ে পাকিস্তানের মাটিতে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। আগামীকাল রবিবার গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য নিয়োগ করবে পাকিস্তান।
জঙ্গি হামলা অব্যাহত থাকায় নিরাপত্তা নিয়ে কোন কোন মহল শঙ্কা প্রকাশ করায় প্রধান কোচ নিক পোথাসসহ লংকান দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা এ ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছেন না।
তবে স্টেডিয়ামের ভিতরে-বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় ২০০৯ সালের বন্দুক হামলায় বেঁচে যাওয়া তৎকালীন খেলোয়াড় ও বর্তমানে লংকান দলের ম্যানেজার ও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা আসাঙ্কা গুরুসিনহা এবং হাসান তিলকারত্নে দলের সঙ্গে পাকিস্তান সফর করছেন।
রিজার্ভ আম্পায়ার হিসেবে ২০০৯ সালের ৩ মার্চ হামলায় আহত হওয়া পাকিস্তানের আহসান রাজাও আগামীকালের ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। কাপুরুষোচিত সে হামলায় রাজার ফুসফুস ও যকৃতে তাৎক্ষনিকভাবে অস্ত্রোপচার করতে হয়েছিল।