Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ২৯অক্টোবর ২০১৭: পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে বিপরীতমুখি দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও কমপক্ষে ২৫ আহত হয়েছে। রোববার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে যাত্রীবাহি একটি বাস কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৪ জন যাত্রী মারা যায়। দূর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক ইউনুস আলী পূর্বপশ্চিমকে জানান, হাসপাতালে নেয়ার পর মারা গেছে আহত আরো একজন। এ ঘটনায় আহত অন্তত ২৫ যাত্রীকে পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে নিহত ৫ জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।