Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলা বাজার২৪।।বুধবার, ১ নভেম্বর, ২০১৭: রাজনীতির নয়া মেরুকরনে আসছে নতুন রাজনৈতিক জোট। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন জোট গঠনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। তারা জানান, শিগগিরই এ জোটের আত্মপ্রকাশ ঘটবে।আর এই জোটের নাম জাতীয় যুক্তফ্রন্ট।
আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরের দলগুলো নিয়ে এ জোট হচ্ছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে নতুন এই জোটের কথা জানান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ও গণ সংস্কৃতি দলের সভাপতি গণ সংগঠক এস. আল-মামুন।
জোটে গণফোরামসহ আরও কয়েকেটি দলও থাকবে বলে জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা বড় একটি রাজনৈতিক জোট দেখতে চায়। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। জনগণ আর অপরাজনীতি দেখতে চায় না। জনগণ বিনা ভোটের সরকার দেখতে চায় না। তিনি বলেন, দেশে দেশে শান্তি রক্ষায় আমাদের সেনাবাহিনী মোতায়েন হলেও নির্বাচনের শান্তি রক্ষায় সেনা মোতায়েন হবে না কেন?
সভাপতির বক্তব্যে আবদুর রব বলেন, বি. চৌধুরীর নেতৃত্বে তৃতীয় রাজনৈতিক শক্তি তৈরির উদ্যোগ নিয়েছি। তৃতীয় রাজনৈতিক শক্তি অবিলম্বে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন, দেশের অবস্থা ভালো না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে।
কাদের সিদ্দিকী বলেন, এখন জাতীয় ঐক্যের দরকার। মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে এখন সোনার দামে চাল ও পেঁয়াজ কিনতে হয়। অথচ সরকার উন্নয়নের গণতন্ত্রের কথা বলছে।
এস. আল-মামুন বলেন, আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা প্রথম পতাকা উত্তোলন করলেও তাঁকে এবার জাতির মুক্তির পতাকা উত্তোলন করতে হবে। আর এই পতাকা উত্তোলিত হবে নতুন ধারার রাজনৈতিক জোট গঠনের মধ্যদিয়ে।
সভায় আরও বক্তব্য রাখেন সুব্রত চৌধুরী, আবদুল মালেক রতন, এম এ গোফরান, আতাউল করিম ফারুক প্রমুখ।