খােলা বাজার২৪। রবিবার, ৫ নভেম্বর, ২০১৭: নারায়ণগঞ্জে আয়কর মেলায় ৩ কোটি ৪ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। এই সময়ে রিটার্ন দাখিল হয়েছে প্রায় সাড়ে চার হাজার। নারায়ণগঞ্জ কর অঞ্চলের এ তথ্য নিশ্চিত করেন। গত বছরের তুলনায় এবার ৫০ শতাংশ রির্টান দাখিল বেড়েছে।
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম চৌধুরী বলেন, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) আয়োজিত আয়কর মেলায় গতবারের তুলনায় এ বছর ব্যাপক সাড়া পাওয়া গেছে।
সরকারি-বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীরা মেলায় এসে নতুন টিআইন গ্রহণ ও রিটার্ন দাখিল করেছেন। এছাড়া আইনজীবীদের মাধ্যমেও নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা তাদের রিটার্ন দাখিল করেছেন।
এ সময় আরও ছিলেন অতিরিক্ত কর কমিশনার জাকির হোসেন, যুগ্ম-কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ, উপ-কর কমিশনার পল্লব কুমার সহ নারায়ণগঞ্জ কর অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকতারা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক আয়োজিত চারদিনব্যাপী আয়কর মেলা ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ নভেম্বর শেষ হয়।
তাছাড়া ৬ ও ৭ নভেম্বর রূপগঞ্জ ও, আড়াইহাজার ও সোনারগায়ে ভ্রাম্মমান কর মেলা অনুষ্টিত হবে।