খােলা বাজার২৪। রবিবার, ৫ নভেম্বর, ২০১৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ দিনের দীর্ঘ এশিয়া সফরের শুরুতে জাপান পৌঁছেছেন। অবতরণের পরপরই সফর সঙ্গী হিসেবে থাকা সাংবাদিকদের তিনি জাপানকে একটি গুরুত্বপূর্ন মিত্র রাষ্ট্র হিসেবে অভিহিত করেন।
এছাড়াও, ‘স্বৈর-শাসকদের’ প্রতি সতকবার্তা দিয়েছেন তিনি। ‘স্বৈরশাসক’ বলতে ট্রাম্প মূলত উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, উত্তর কোরিয়ার নাম উচ্চারন না করেও ট্রাম্পের এ সতর্কবাণী উত্তর কোরিয়ের প্রতি হুঁশিয়ারই আভাস। ট্রাম্প তার এশিয়া সফরে দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে মিত্রতা আরো বাড়ানোর পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বলে ধারণা করা হচ্ছে। এমনকি উত্তর কোরিয়ার উপর চাপ সৃষ্টি করারর জন্য তিনি চীন এবং রাশিয়ার সাথেও বৈঠক করবেন বলে জানা যায়।
ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি টোকিওতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে অবতাড়ন করেন। এসময় বিমান বাহিনীর সদস্যরা তাকে অভিবাদন জানায়।
রবিবার জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বৈঠক করা ছাড়াও তারা দুইজন এক রাউন্ড গলফও খেলবেন। রয়টার্স