Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ৫ নভেম্বর, ২০১৭: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন জনাব মো: আবদুস সালাম। ইতোপূর্বে তিনি জনতা ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। জনাব মো: আবদুুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ হতে ১৯৭৮ সালে স্নাকোত্তর (সম্মান) এবং ১৯৮০ সালে স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি একজন চাটার্ড একাউনটেন্ট (এফসিএ)। সুদীর্ঘ কর্মময় জীবনে তিনি জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী ব্যাংক লিমিটেড ও কর্মসংস্থান ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সনে চীফ ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। ব্যাংকিং খাতে অনবদ্য অবদানের জন্য তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন স্বর্ণপদক লাভ করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।