Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার,৬ নভেম্বর, ২০১৭: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের বৈঠক ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে সাড়ে ১১টায় শেষ হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, বৈঠকের মূল আলোচনায় ছিল রোহিঙ্গা ইস্যু ও চলমান রাজনীতি। শ্যাননের সঙ্গে বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থমাস এ শ্যাননের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও পাঁচজন উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে দু’দিনের সফরে শ্যানন রোববার ঢাকা আসেন।

এদিকে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবে কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল। গুলশান কার্যালয়েই ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনারের উপস্থিত থাকার কথা রয়েছে।