Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭: গাজীপুরের টঙ্গীতে মানুষের কঙ্কালসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।আটক করা ব্যক্তিরা হলেন মো. এরশাদ আলী (২৬)।তার বাড়ী শেরপুরের নকলায়।অপরজন নাটোরের সিংড়ার আবদুল মোতালেব মিয়া (১৮)।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক এরশাদ জানান, তাঁরা টাঙ্গাইলের সখীপুর উপজেলা সদরের দুটি কবর থেকে জব্দ হওয়া কঙ্কাল চুরি করেছেন।এই কঙ্কাল নিয়ে তাঁরা ময়মনসিংহ যাচ্ছিলেন।কঙ্কালগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্রি করতে চেয়েছিলেন।প্রতিটি কঙ্কাল ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করেন।

গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গোপন তথ্য পেয়ে টঙ্গী থানার পুলিশ রাত তিনটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় তল্লাশিচৌকি বসায়।পরে বাসে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের কঙ্কাল পাওয়া যায়।পরে দুই ব্যক্তিকে আটক করা হলেও পাঁচজন পালিয়ে য়ায়।বাসটি জব্দ করা হয়েছে।