Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭: লেবাননে ভ্রমণ সতর্কতা জারি করে নিজ নিজ নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।

সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম এসপিএ এজেন্সিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। লেবাননের উদ্ভূত পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে সফররত বা বসবাসরত নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার পাশাপাশি, লেবাননে কোনও আন্তর্জাতিক আয়োজনেও সৌদি নাগরিকদের অংশ না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে সৌদি রাজপরিবারে ব্যাপক ধরপাকড়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন সৌদি আরবে সফররত লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। লেবানন এবং হিজবুল্লাহ বলছে, সৌদি সরকার জোর করে তাকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করেছে এবং এরপর থেকেই হারিরিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বর্বর আগ্রাসনের জবাবে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রাখার কথা বলেছে হাউদি বিদ্রোহীরা।