খােলা বাজার২৪। শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭: বর্তমানে এশিয়া সফরে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু জেড রবিনসন নামে এক ব্রিটিশ মহিলা দাবি করেছেন ট্রাম্পকে তিনি খুঁজে পেয়েছেন তার পোষা কুকুরের কানের ভেতর। কুকুরটির কানের ভাঁজে অবিকল ট্রাম্পের মতোই দেখতে একটি প্রতিকৃতি ফুটে উঠেছে। অবিশ্বাস্যভাবে ট্রাম্পের নাক, চোখ, সোনালি চুল সবই মিলে গেছে ওই প্রতিকৃতির সঙ্গে।
অবিশ্বাস্য মিলের ঘটনাটি সামাজিক মাধ্যমে শেয়ার না করে পারেননি জেড। গত রোববার ওই মিলের একটি ছবি তিনি টুইটারে পোস্ট করেন। পরবর্তীতে নিমেষেই এটি ভাইরাল হয়ে যায়।
মূলত কুকুরটির কানের চিকিৎসা করাতে গিয়ে ট্রাম্পের সঙ্গে মিলের ব্যপারটি বেরিয়ে আসে। কুকুরের কানে ফোড়ার মতো কিছু একটা হয়েছে ভেবে কানের ভেতরের এটি ছবি তুলে ডাক্তারের কাছে পাঠান জেড। কিন্তু ডাক্তার ছবিতে ফোড়া খুঁজতে গিয়ে পেয়ে যান স্বয়ং ট্রাম্পকেই।
চিফ নামে ওই কুকুরটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ইন্ডি ১০০