খােলা বাজার২৪। রবিবার, ১২ নভেম্বর, ২০১৭: গণমাধ্যম বা সংবাদ মাধ্যমগুলো তাদের বক্তব্য প্রকাশে বিশেষ কিছু নিয়ম পালন করে। তারা সাধারণত এই নিয়মগুলোর বাইরে যায়না। যেমন গণমাধ্যমে নোংরা ভাষা ব্যবহার প্রথম থেকেই পরিহার করা হয় কিন্তু কানাডার এক রেডিও মাধ্যম পেয়েছে গালি ব্যবহার করার অনুমতি ।
বাইরের দেশগুলোতে কথায় কথায় বেশ কিছু শব্দ ব্যবহার করা হয় ,যেগুলোর আক্ষরিক অর্থগুলো সভ্য সমাজে বলার মতো নয় । এজন্য গালি বা সাহসী শব্দগুলো কানাডার ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড কাউন্সিল (সিবিএসসি) থেকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছিল। এবিষয়ে তখন সকলকে সাবধানও করা হয়েছিল।
বুধবার,ফরাসি রেডিও স্টেশন সিকোই-এফএম ২বার গালি ব্যবহার করা হয় এবং বলা হয় এসব শব্দ এখন আর খারাপ ভাবে ধরা হয় না। এরপর সিবিএসসি থেকেও বিষয়টি নিয়ে খোলসা করা হয়। সিবিএসসি জানায় ফরাসি ভাষায় ‘এফ’শব্দ গুলো মুলত কোন গালিই নয়,তাই সেগুলো নিষিদ্ধ নয়। গার্ডিয়ান