খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭: নরসিংদী প্রতিনিধিঃ সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭০৫৯ জন ওয়ার্ক চার্টাড কর্মচারীদের নিয়মিত করনের প্রধান মন্ত্রীর আদেশ বাস্তবায়ন ও মহামান্য হাইকোটের রায় দ্রত কার্যকরের জন্য বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করেছে।
সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন নরসিংদী শাখার সভাপতি আলহাজ¦ আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আবুল এর নেতৃত্বে দাবী আাদায়ের পক্ষে শ্লোগান দিতে দিতে জেলা প্রশাসক অফিসে এসে উক্ত স্মারক লিপি প্রদান করেন।