Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নুরুল ফজল বুলবুলকে আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয় এবং ইন্ডিয়ান হ্যান্ডবলের সর্বভারতীয় সেক্রেটারী এস পান্ডেকে সেক্রেটারী নির্বাচিত করা হয়। নতুন কমিটিতে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান ও শ্রীলংকার হ্যান্ডবল ফেডারেশনের প্রেসিডেন্টগণ অন্তর্ভুক্ত হয়েছেন।

এছাড়াও নুরুল ফজল বুলবুল সম্প্রতি তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় বিপুল ভোটে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের “আরবিট্রেশন কমিশন” নির্বাচিত হন ।