খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭: জামাল উদ্দিন স্বপন,কুমিল্লা প্রতিনিদিঃ কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকায় গড়ে উঠা বন্ধন নামের একটি মাল্টিপারপাস কোম্পানীর প্রতারণার শিকার হয়ে বহু গ্রাহক মানবেতর জীবন-যাপন করছে। এদিকে প্রতিষ্ঠাণটির পরিচালকবৃন্দ গ্রাহকদেও কোটি কোটি টাকা ফেরতের আশ্বাস দিয়ে বর্তমানে পলাতক থাকায় চরম আনিশ্চয়তায় দিন কাটছে।
একাধিক গ্রাহক সুত্রে জানা যায়,কুমিল্লা মহানগরীর রেসকোর্স এলাকায় বন্ধন মাল্টিপারপাস নামের প্রতিষ্ঠানটি ইসলা¥ী শরিয়া ভিত্তিক হালাল ব্যবসার নামে হাউজিং,জমি ক্রয়-বিক্রয়,প্লট,ফ্লাটসহ বিভিন্ন ব্যবসার কথা বলে ভূয়া প্রতিষ্ঠান গড়ে তোলে। পরবর্তীতে শত শত গ্রাহকদেও কাছ থেকে কয়েক’শ কোটি টাকা সংগ্রহ করে।
গ্রাহকদেও এসময় ব্যবসার মুনাফার লোভ দেখিয়ে তাদেও কাছ থেকে সংগৃহীত টাকা বিনিয়োগ করে। পরবর্তীতে গ্রাহকরা বিভিন্ন প্লট,ফ্লাট বা জমির টাকা পরিশোধ করলেও প্রতিষ্ঠানটির মালিক পক্ষ তাদেও টাকার লাভ বা প্লট,ফ্লাট বুঝিয়ে না দিয়েবছরের পর বছর কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে ওই প্রতারকরা গ্রাহকদেও বিনিয়োগকৃত অর্থ ফেরত না দিয়ে পলাতক রয়েছে।
বন্ধনে টাকা বিনিয়োগ কওে ক্ষতিগ্রস্থ আনোয়ার,লুৎফর,নজরুল,আহসানসহ একাধিক লোক জানান,বন্ধন নামের মাল্টিপারপাসের চেয়ারম্যান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মোখলেছুর রহমানের পুত্র মোঃ মিজানুর রহমান,এমডি মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বর্তমানে নগরীর কালিয়াজুড়ির ইসমাইল হোসেনের পুত্র নজরুল ইসলাম,প্রকল্প পরিচালক নগরীর স্টেশন রোড পশ্চিম বাগিচাগাঁও মুন্সি বাড়ির আব্দুর রশিদের পুত্র ফরহাদ হোসেন,অর্থ পরিচালক কুমিল্লার শিমড়া মৌলভীনগর এলাকার জুলফিকার আহমেদেও পুত্র মহসিন,নির্বাহী সদস্য উত্তর রেসকোর্স এলাকার মৌলভী ইসহাকের পুত্র সফিকুজ্জামান গংরা একটি ইসলামী রাজনৈতিক দলের নেতা পরিচয়ে তারা এই বন্ধন মাণ্টিপারপাস নামক প্রতিষ্ঠানটি চালু কওে সাধারন মানুষদেও প্রতারণা কওে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রথম দিকে টাকা ফেরত চাইলে আশ্বাস দিলেও এখন আর তাদেও খুঁজে পাওয়া যাচ্ছেনা। ফলে গ্রাহকরা চরম মানবেতর অবস্থায় জীবন কাটাচ্ছে।
এই মাঝে অনেক সদস্য মারা গেছেন,জীবনের শেষ সম্বল হারিয়ে অনেকেই দিশেহারা। এঅবস্থায় ক্ষতিগ্রস্থ গ্রাহকরা তাদেও বিনিয়োগকৃত অর্থ ফেরতে সংশ্লিস্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ক্যাপশন চেয়ারম্যান মিজানুর রহমান এবং এমডি নজরুল ইসলাম