Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭: নির্দিষ্ট সময় পর একটি স্বাধীন প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব হস্তান্তর করতে চায় বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের শ্রম নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠাণ উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি।

বুধবার রাজধানীর এক অভিজাত হোটেলে ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান অ্যালায়েন্স কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি।

তিনি বলেন, আমরা নির্দিষ্ট সময় পর একটি স্বাধীন প্রাতিষ্ঠানিক কাঠামোর কাছে আমাদের দায়িত্ব হস্তান্তর করতে চাই। যেখানে বাংলাদেশ সরকার, আইএনও, বিজিএমইএ এবং অন্যান্য অংশিদাররা থাকবে। যাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে আমরা চলে যাওয়ার পর তারা যেন কারখানা নিরাপত্তা মনিটর করতে পারে। এ বিষয়ে আলোচনা অব্যাহত আছে বলে জানান তিনি।

মরিয়ার্টি বলেন, অ্যালায়েন্স কারখানাগুলো ২০১৩ সালে যতটা নিরাপদ ছিল আমাদের দায়িত্ব হস্তান্তরের সময় তা তাৎপর্যপূর্ণভাবে আরও বেশি নিরাপদ। অ্যালায়েন্স মালিক, আমাদের পার্টনাররা সম্মিলিতভাবে যে সাফল্য অর্জন করেছে তাতে আমরা গর্বিত। সবসময় আমাদের পরিকল্পনা ছিলো ২০১৮ সালের পর আমাদের কাজের দায়িত্ব স্থানীয় কাউকে হস্তান্তর করা।

তিনি আরও বলেন, সংশোধনী কর্ম পরিকল্পনায় কাজ সম্পন্ন হয়েছে ২৩৪টি কারখানার, এছাড়াও মেরামত কাজের ৮৫ শতাংশ সম্পন্ন হয়েছে। যার ভেতরে ৮০ শতাংশ ফায়ার ডোর স্থাপন এবং কলাপসিপল গেট সরিয়ে ফেলা অন্তর্ভুক্ত রয়েছে। বাকি কাজগুলো ২০১৮ সালের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।