খােলা বাজার২৪। বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০১৭: রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে নতুন দুটি চামড়া শিল্পাঞ্চল আমরা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, চামড়া খাত দ্বিতীয় রপ্তানিকারক খাত হিসেবে পরিচিতি লাভ করেছে। পাশাপাশি চামড়া থেকে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে নতুন নতুন বাজার খোঁজা সম্ভব হবে।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘লেদার প্রোডাক্ট শো’ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,আমাদের দেশে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধিতে চামড়া প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। ২০১৭ সালে চামড়া ও পাদুকা চামড়াজাত পণ্যকে আমরা বর্ষ সেরা পণ্য ২০১৭ হিসেবে ঘোষণা করেছি অথাৎ ‘প্রোডাক্ট অফ দ্যা ইয়ার ২০১৭’। ২০১৬ সাল অর্থবছরে স্বাভাবিক চামড়া খাত হতে ১ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার আয় অর্জন হয়েছে। তাই সামগ্রীক চামড়াখাতের বিকাশের জন্য পরিবেশ সম্মত চামড়া শিল্প নগরী ইতিমধ্যে সাভারে আমরা গড়ে তুলেছি।
তিনি আরো বলেন, মূলত আমরা চিন্তা করছি রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ দুটি জায়গায় নতুন দুটি চামড়া শিল্পাঞ্চল গড়ে তোলা নিয়ে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য বেসরকারি খাত সহযোগে একটি টেস্টি ও স্যালিব্রেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চামড়া খাতে এফওবি রপ্তানির উপর ১’শ ভাগ এক্সপ্রোট সুবিধা প্রদান করেছি যাতে রপ্তানিটা আরো সহজ করা যায়। সেই সাথে আমরা ওয়েট বুট উৎপাদনকারী টেনারি সমূহকে আধুনিকায়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও প্রদান করেছি।
প্রধানমন্ত্রী বলেন,আমি নিজেও গর্ববোধ করি যখন দেশের তৈরি কোনো জিনিস ব্যবহার করি এবং বিদেশে গিয়ে দেখাতে পারি এটা আমার দেশের তৈরি। এজন্য দেশের পণ্য ভালো করতে আরো দৃষ্টি দিতে হবে। পাশাপাশি চামড়া শিল্পের সাথে জড়িতদেরকে তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান।