Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন বিশ্লেষণ হয়েছে। তবে এই বিষয়টি আমি বিভিন্ন সময় পড়তে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে এমন একটা বিষয় বাঙ্গালী ইতিহাসে খুব কমই আছে। বঙ্গবন্ধু তখন সংখ্যা গরিষ্ঠ দলের নেতা এবং তিনি একজন বিজয়ী নেতা কিন্তু পাকিস্তানীরা তাকে ক্ষমতা দিচ্ছে না। তবে একটি বিষয় আরো বেশি গুরুত্বপূর্ণ যে এই ভাষণটাকে সেই সময়ের পাকিস্তানীরা কিভাবে দেখেছেন?

শনিবার রাত্রে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

তিনি আরো বলেন, ৭ই মার্চের ভাষণে বেগম ফজিলাতুন্নেসার ভূমিকাও ছিলো অনেক। তিনি কখনো প্রকাশ্যে রাজনীতি করেন নি। কিন্তু তিনি রাজনীতি অনেক ভালো বুঝতেন। ৭ই মার্চে অনেকে শেখ মজিবকে অনেক কথাই বলেছেন কিন্তু ফজিলাতুন্নেসা বাবাকে বলেছিলেন, আপনি বাঙ্গালী জাতির জন্য কাজ করেন আপনিই বুঝতে পারছেন আপনি কি বলবেন। মার এ কথা শুনেই বাবা সেদিন যে কথাগুলো বলেছিলেন নিজের থেকে বলেছিলেন। একটি বাক্যও তিনি লিখে আনেননি। শেখ হাসিনার এই কথাগুলো একেবারে নতুন কথা ছিলো। এর আগে তিনি কখনো এমন কথা বলেন নি।

শ্যামল দত্ত আরো বলেন, বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষণের প্রত্যেকটা বাক্যই ছিলো অসাধারণ। তবে এটা হলো আমাদের ইতিহাসের এক দৃশটান্ত। আমরা অনেক বড় ব্যাক্তিদের ভাষণ শুনেছি কিন্তু বঙ্গবন্ধুর ভাষণের মত আর কোন ভাষণ আছে কিনা আমি বলতে পারবো না।