Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭: যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে অবস্থিত ‘দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)’-এর অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে দেশটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে পিএলও কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করা সংগঠন পিএলও, ১৯৯৪ সালে ওয়াশিংটনে তাদের একটি অফিস চালু করে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবারই প্রথম তাদের অপারেটিং লাইসেন্স পুনরায় ইস্যু করতে অস্বীকার করলো।

মার্কিন কর্মকর্তাদের ধারনা, পিএলও যুক্তরাষ্ট্রে কাজ করার ক্ষেত্রে আইনগত শর্ত ভঙ্গ করছে।

সেপ্টেম্বরে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘকে জানান, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসনে জড়িত থাকার বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের তদন্ত ও বিচার করার জন্য আইসিসি’কে আহ্বান করে। মার্কিন আইন অনুযায়ী ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরায়েলিদের সংগঠিত তদন্তের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-কে চাপ দিতে পারবে না।

মার্কিন পদক্ষেপ দেখে আব্বাস বিস্ময় প্রকাশ করে বলেন, এর ফলে আরব-মার্কিন শান্তি প্রক্রিয়া ও সুসম্পর্ক মারাত্মক পরিণতির দিকে যেতে পারে।

২০১৪ সালে মার্কিন প্রশাসন একটি চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টায় ব্যর্থ হলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বিবিসি নিউজ