Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার , ২৫ নভেম্বর, ২০১৭: নির্বাচনকে সামনে রেখে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সরকার চুক্তি করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি করেন আমীর খসরু।

আলোচনা সভায় বিএনপির এ নেতা বলেন, ‘এই রোহিঙ্গার ব্যাপারে নির্বাচনকে সামনে নিয়ে সরকারের কিছু পরিকল্পনা আছে। সেটা হচ্ছে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একটি চুক্তি করা হয়েছে এবং সেই চুক্তিতে কতদিনের মধ্যে (রোহিঙ্গাদের) ফেরত নিয়ে যাবে তার কোনো মেয়াদ তারা দিচ্ছে না। অর্থাৎ, এটা ওপেন চুক্তি এবং অনন্তকাল ধরে চলতে পারে এবং এটা কিন্তু আওয়ামী লীগের এই বর্তমান সরকারের একটা চাতুরিকতা।’

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেসকো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়া উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আজকের সমাবেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের যোগ দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন আমীর খসরু।

নির্বাচনে লেভেল প্লেয়িং তৈরির দাবি জানিয়ে এই রাজনীতিক জানান, ২০১৪ সালের মতো নির্বাচন করার পরিকল্পনা করলে ক্ষমতাসীনরা বড় ধরনের ভুল করবে। জনগণই একতরফা নির্বাচন প্রতিহত করবে।-এনটিভি