Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলীর মধ্যচরের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানের সময় বোমার বিস্ফোরণ থেকে তিনটি ঘরে আগুন ধরে যায়।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম জানান, বোম্ব ডিসপোজাল টিম ‘জঙ্গি আস্তানা’য় যাবে। তারপর নিরাপত্তা তল্লাশি টিম অভিযান শুরু করবে। তিনি জানান, বাড়ির মালিকের নাম রাশিকুল (৪০)। তার বাবার নাম আতাউর রহমান পাক্কু।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলীর একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে র‌্যাবকে লক্ষ করে ওই বাড়ি থেকে গুলি চালানো হয়েছে। এসময় বোমার বিস্ফোরণে ওই বাড়ির তিনটি ঘরে আগুন ধরে যায়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩টার দিকে চর আলাতলীর একটি বাড়িতে অভিযানে যায় র‌্যাব। এসময় র‌্যাবের পক্ষ থেকে ওই বাড়িতে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে র‌্যাবের আহ্বানে সাড়া না দিয়ে জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ও বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই সন্দেহভাজন আস্তানার তিনটি ঘরে আগুন লাগে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার সকাল পৌনে ৮টা) ঘরগুলোতে আগুন জ্বলছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৩টার দিকে আমরা সেখানে পৌঁছাই। পরে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়। তখন তারা গুলি করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই বাড়ির তিনটি ঘরে আগুন ধরে যায়। বাড়িটি চারদিক থেকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।’ আস্তানায় ঠিক কতজন জঙ্গি রয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

চর আলাতলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত একটি চরাঞ্চল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে এটি দুই কিলোমিটার দূরে অবস্থিত। পদ্মা নদী পার হয়ে সেখানে যেতে হয়। এলাকাটি ভারতীয় সীমান্তঘেষা।