খােলা বাজার২৪। শুক্রবার, ০১ ডিসেম্বর , ২০১৭: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকেলে তাৎক্ষণীক বিক্ষোভ মিছিলটি রাজধানীর ফকিরাপুল পানির টাংকি থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়ে।
ছাত্রদলের সভাপতি রাজিব আহসান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু, মুকিত লিংকন, ইখতিয়ার কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, মিজানুর রহমান সোহাগ, কাজী মোখতার হোসাইন, শামসুল আলম রানা, আব্দুল করিম সরকার, এস এম কবির, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান বাবু, নাছির উদ্দীন সরকার শাওন, সাইদুর রহমান রয়েল, সাহিত্য প্রকাশনা সম্পাদক মিনহাজ ভুইয়া, ক্রিরা সম্পাদক সৈয়দ মাহমুদ, সহ-পরিবেশ ও জলবায়ু সম্পাদক ইব্রাহীম ভুইয়া সাগর, সহ-গণশিক্ষা সম্পাদক আবুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, বৃহস্পতিবার জিয়া এতিমখানা ও দাতব্য দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে হাজির না হওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।