খােলা বাজার২৪। শনিবার, ০২ডিসেম্বর , ২০১৭: আজ ৩ ডিসেম্বর রোববার, বাংলা একাডেমির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করেছে একাডেমি।
বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল ১০টায় মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং বিকেল ৪টায় একাডেমির রবীন্দ্র চত্বরে বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তৃতা দেবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তৃতা প্রদান করবেন অধ্যাপক গোলাম মুরশিদ।