Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭: বেশিরভাগ সময় নিয়ম না মেনে খাওয়ার পাশাপাশি আমাদের বিভিন্ন অভ্যাসের কারণেই ওজন বেড়ে যায়। রাতে না ঘুমানো কিংবা অমনোযোগী হয়ে খাওয়ার কারণে পেটে জমতে পারে মেদ। জেনে নিন আমাদের দৈনন্দিন কোন কারণগুলো মেদ বাড়ার জন্য দায়ী।

* সকালের নাস্তা না খাওয়া: অনেকেই তাড়াহুড়ায় সকালের নাস্তা না খেয়েই বেরিয়ে যান কর্মক্ষেত্রের উদ্দেশে। এটি খুবই অনুচিত। কারণ সারারাত ঘুমের পর সকালের ভারি ও পুষ্টিকর নাস্তা সারাদিনের শক্তি যোগায়। নাস্তা না খেলে শরীরের বিপাক ক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। ফলে মেদ জমতে শুরু করে।

* অমনোযোগী হয়ে খাওয়া: অনেকে কাজ করতে করতে খাবার খান। এতে অনেক সময় বেশি খাওয়া হয়ে যায়। টিভি দেখতে দেখতে বা কোনও কাজ করতে করতে খাওয়া উচিত নয়। কন্টেইনার থেকে খাওয়াও অনুচিত। পরিমাণ মতো খাবার একটি পে¬টে নিয়ে তারপর খেতে বসুন।

* রাত জাগা: রাতে ঘুম না হওয়াও মেদ বাড়ার জন্য দায়ী। অনেকে রাত জেগে কাজ করেন। ফলে বারবার খাওয়া হয়। রাতে ঘুম না হলেও ক্ষতিগ্রস্ত হয় দেহের কার্যক্রম। ফলে মেদ বাড়তে থাকে অনিয়ন্ত্রিতভাবে। সুস্বাস্থ্যের জন্য রাতে ৮ ঘণ্টা ঘুম জরুরি। রাতে ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন।

* ক্ষুধা না লাগলেও খাওয়া: পেটের ক্ষুধা মিটলেও অনেক সময় মনের ক্ষুধা মেটানোর জন্য এটা-সেটা খাওয়া হয়ে যায়। এই অভ্যাস খুবই ক্ষতিকর শরীরের জন্য। এতে মেদ বাড়ে।

* নিয়ম মেনে না খাওয়া: অনেকক্ষণ আগেই ক্ষুধা লেগেছে, কিন্তু খাওয়ার সময় পাচ্ছেন না। আবার যখন সময় পেলেন, তখন খাওয়া হয়ে গেল বেশি! এমন সমস্যায় সম্মুখীন হতে হয় আমাদের প্রায়ই। এ ধরনের অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে মেদ জমে শরীরে। একবারে বেশি না খেয়ে বারবার অল্প করে খাওয়া স্বাস্থ্যসম্মত।

* ফাস্টফুডে আসক্তি: ফাস্টফুড ও কোল্ডড্রিংকসের প্রতি আসক্তি থাকলে মেদ বাড়তেই থাকবে। প্রচুর ক্যালোরি ও চিনি থাকে এসব খাবারে। তাই, ক্ষুধা লাগলেই ঝটপট ফাস্টফুড খাওয়ার অভ্যাস ত্যাগ করুন ।
ক্ষুধা লাগলেই পুষ্টিকর কোনও খাবার খেতে পারেন। হাতের কাছে বাদাম, শুকনা ফল রাখুন হঠাৎ ক্ষুধা লাগলে খাওয়ার জন্য।