খােলা বাজার২৪। মঙ্গলবার , ২৬ ডিসেম্বর, ২০১৭: সুনামগঞ্জের জগন্নাথপুরে উদ্বোধন করা হল এক্সিম ব্যাংকের ১১৮তম শাখা। আজ (২৬ ডিসেম্বর ২০১৭) এ উপলক্ষে শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল (অব.) সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার) এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুল হাশিম।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মোঃ আব্দুল বারী সহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।