Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০১৮: সপ্তাহ ঘুরলেই দ্বার খুলছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮। একুশ আর একাত্তরের চেতনায় এ মেলাকে ঘিরে তাই বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানে এগিয়ে চলছে সব ধরনের প্রস্তুতি। দাঁড়িয়ে গেছে অধিকাংশ স্টলের কাঠামো। গত বছরের চেয়ে এবার পরিধি বাড়ছে মেলার, আর তাই মানের দিকে নজর দিয়ে যথাসময়ে কাজ শেষ করার তোড়জোড় আয়োজকদের। বইপ্রেমিদের সমাগমে প্রথম দিন থেকেই জমে উঠবে এবারের মেলা আশাবাদ প্রকাশকদের।

হাতুড়ি-বাটালি আর পেরেকের ঠোকাঠুকি প্রায় শেষ। বাঁশ, কাঠ আর প্লাইউড দিয়ে চলছে কাঠামো নির্মাণের কাজ। কোথাও আবার চলছে রং, গাঁথুনি আর স্টলগুলোর নাম-ফলকের কাজ। উপলক্ষ্য ভাষার মাসের প্রথম দিনে শুরু হওয়া বাঙালি সংস্কৃতির এক অনবদ্য উৎসব অমর একুশে বইমেলার। এখন তাই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মাঠে উৎসবের এই সাজ চলছে বেলা পেরিয়ে রাত অবধি।

বই মেলার স্টল নির্মাণে কাজ করা শ্রমিকরা জানান, ৪০ ভাগের মতো কাজ বাকি রয়েছে। আশাকরি দুই চার-দিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। অন্য আরেক স্টলের কর্মীরা জানান, আমরা অধিক লোকজন নিয়ে দ্রুত কাজ করে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই কাজ শেষ করতে পারবো।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড.জালাল আহমেদ বলেন, অমর একুশের বই মেলার পরিধি যত বাড়বে, বই মেলার যে মূল বার্তা অসাম্প্রদায়িকতায় সেটা আরো বেশি শক্তিশালী হবে। এই মেলার মধ্য দিয়েই আমাদের সংস্কৃতির মর্যাদা ও মানের একটি ভালো পর্যায়ে যেতে পারে।

সময় প্রকাশের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, এই বই মেলা পরিসর বৃদ্ধি পাওয়ার পর, এই যে সুফলটা শুধুই প্রকাশকরা বা এখানের যারা অংশগ্রহণ করবেন বিক্রেতারা তারাই শুধু পাবে তা কিন্তু নয়। এই সুফলটা পাঠক,দর্শকরাও পাবেন।

এ বছর শুধুমাত্র অমর একুশে গ্রন্থমেলা নয়, একই সঙ্গে বড় আকারে হতে চলেছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। সূত্র : সময় টিভি