Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রোববার, ২৮ জানুয়ারি, ২০১৮:  ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর ফোর্টালেজাতে একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত ১৪ জন নিহত ও আহত বেশ কয়েকজন। শনিবার দেশটির কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার ভোরে তিনটি গাড়িতে সশস্ত্র একটি দল ফোরো দো গাগো নাইটক্লাবে প্রবেশের গোলাগুলি শুরু হয়।

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, নৃশংস দৃশ্য, হত্যাযজ্ঞ। সিয়ারাতে এমন কিছু আগে দেখা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বি দুটি পাচারচক্রের বিরোধের সূত্র ধরে এই গোলাগুলির ঘটনা। তবে কর্মকর্তারা এ বিষয়ে মুখ খুলতে রাজি ননা। কোস্তা বলেন, তদন্ত চলছে।

এক সংবাদ সম্মেলনে সিয়ারা প্রদেশের নিরাপত্তা সচিব আন্দ্রে কোস্তা বলেন, আমরা ১৪ জন নিহতের কথা নিশ্চিত করতে পারি।

কোস্তা জানান, আরও কয়েকজন আহতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের সংখ্যা কত তা জানাননি।

ইনস্টিটিউট হোসে ফ্রটা হাসপাতালের এক মুখপাত্র জানান, ১২ বছরের এক ছেলেসহ ছয়জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এর আগে ৭ জানুয়ারি মাদকচক্রের সংঘর্ষে ফোর্টালেজাতে চারজন নিহত হন। গত বছর সিয়ারা প্রদেশে ৫ হাজার ১১৪টি হত্যার ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। ২০১৬ সালের তুলনায় এই হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৫০ গুণ বেশি। বাংলাট্রিবিউন