খােলা বাজার২৪।বৃহস্পতিবার,০৮ মার্চ, ২০১৮ (পিরোজপুর প্রতিনিধি)।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুর জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।
সকাল ১০ টায় পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে উক্ত কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, যুগ্ন সাধারন সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুবদলের কো-কনভেনর এ্যাডঃ মনিরুল ইসলাম, মিজানুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহয়ক শেখ হাসানুল কবির লীনসহ বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী ।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে অন্যায়ভাবে মামলায় জর্জরিত করেছে। নির্বাচনের বাহিরে রাখতে খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে কারাগারে রেখে দিয়েছে। খালেদা জিয়ার সঙ্গে আমাদের নেতাকর্মীদের দেখা করতেও বাধা দিচ্ছে। তার জামিন নিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত ও এ সরকারের পতন ঘটনানো হবে।
জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ জণবিচ্ছিন্ন বলেই মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে দমিয়ে রাখার ষড়যন্ত্র করছে, দেশমাতা খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে পাঠিয়ে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার।