খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮: সরকার একটা অস্থিরতা সৃষ্টি করে জনগনের মনে ভীতির সৃষ্টি করে ক্ষমতা দখলের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (ড্যাব) আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
খসরু বলেন, খালেদা জিয়া আজকে কি কারণে জেলে তা জনগন আজ জানে। বিশ্ববাসীও জানে কোন কারণে তিনি জেলে আছেন। এবং কোন কারণে বিএনপিসহ রাজনৈতিক দল গুলো তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বাধা দেয়া হচ্ছে। সবকিছুই হলো জনগনকে বাইরে রেখে ক্ষমতা দখলের পক্রিয়া।
তিনি আরও বলেন, জনগনের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখল করতেই খালেদা জিয়াকে জেলে রেখেছে। আজকে শান্তিপূর্ণ কর্মসূচিকে আক্রান্ত করা হচ্ছে। একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে কিভাবে বাধাগ্রস্থ করা হচ্ছে তা বিশ্বে নজিরবিহীন।
সরকারের এসব পক্রিয়ার পিছনে গণতন্ত্রভীতি কাজ করছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ভীতি থেকেই সরকার জনগনের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা শেষ করে দিয়েছে। শান্তিপূর্ণ রাজনীতির কথা শুনলে তারা ভীত হয়ে যায়। তাদের রাজনীতি হলো ভীতির রাজনীতি, জনগনকে ভয়ে রেখে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে তাদের স্বপ্ন পূরণ হবে না।