খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে আজই লিভ টু আপিল করবে দুদক। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ কথা জানান। এছাড়াও শুনানি শেষ না হওয়া পর্যন্ত তার জামিন স্থগিত চেয়ে আরও একটি আবেদন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আগামী রোববার পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ। পরে দুপুরে আইনজীবীরা খালেদা জিয়ার জামিনে আপিল বিভাগের স্থগিতাদেশ বাতিল চেয়ে চেম্বার জজের কাছে আবেদন করলে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রোববার শুনানির জন্য ঠিক করা হয়।
এদিকে বুধবার বাস পোড়ানোর মামলায়, জামিন আবেদন নামঞ্জুর করে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ বহাল রাখেন কুমিল্লার আমলি আদালত পাঁচ।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে আটক খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের চার মাসের জামিন আদেশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে দুদক। আদালতের এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) ও জামিনের আদেশ স্থগিত চাওয়া হবে বলে দুদকের পক্ষ থেকে জানান আইনজীবী খুরশিদ আলম। সূত্র : সময় টিভি