খোলাবাজার২৪ঃ মঙ্গলবার, ১৫মে, ২০১৮ঃ মে ১৫, ২০১৮ তারিখে চট্টগ্রাম জেলার রাউজানের নোয়াজিশপুরের নতুনহাট বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ইভিপি জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ ওয়াহিদুর রহমান, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান জনাব মোঃ আলী নাহিদ খান, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং-এর ভিপি জনাব মোঃ ফরিদুর রহমান জালাল, তকিরহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আরিফুল ইসলাম, ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সোহরাওয়ার্দী শিকদার ও এজেন্ট এস আলম টেলিকমিউনিকেশনের স্বত্তাধিকারী জনাব মোঃ মোরশেদুল আলম । অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।