Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
sdr

খোলাবাজার২৪ঃ মঙ্গলবার, ১৫মে, ২০১৮ঃ সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড এবং শরাফ এক্রচেঞ্চ এল.এল.সি, ইউএই এর সাথে ফরেন রেমিটেন্স সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শরাফ এক্রচেঞ্চের প্রধান কার্যালয়, দুবাই এ অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনাব শফিকুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ব্যাংক লিমিটেড এবং জনাব সুরেশ কুমার, সিইও, শরাফ এক্রচেঞ্চ এল.এল.সি, ইউএই চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব নূর মোহাম্মদ, সম্মানিত পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম ভরসা এবং জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী, জনাব মোঃ আব্দুস সোবহান, বিভাগীয় প্রধান, এনআরবি ব্যাংকিং ও ফরেন রেমিটেন্স ডিভিশন, জনাব জয়নুদ্দিন আমরাভাটিওয়ালা, অপারেশন হেড, শরাফ এক্রচেঞ্চ এল.এল.সি, ইউএই এবং এক্রচেঞ্জ হাউসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এখন থেকে শরাফ এক্রচেঞ্চ এল.এল.সি, ইউএই এর মাধ্যমে পাঠানো অর্থ/রেমিটেন্স যমুনা ব্যাংকের যেকোন শাখা থেকে অতি দ্রুত উত্তোলন করা সম্ভব হবে।